Raibaghini Bhavashankari [Speech]

⚜ 𝐏𝐮𝐧𝐲𝐚𝐬𝐡𝐥𝐨𝐤𝐚 𝐑𝐚𝐢𝐛𝐚𝐠𝐡𝐢𝐧𝐢 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐧𝐢 𝐁𝐡𝐚𝐯𝐚𝐬𝐡𝐚𝐧𝐤𝐚𝐫𝐢 𝐃𝐞𝐯𝐢, 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐧𝐢'𝐬 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐬𝐩𝐞𝐞𝐜𝐡 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐜𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐁𝐚𝐭𝐭𝐥𝐞 𝐨𝐟 𝐁𝐡𝐚𝐬𝐡𝐮𝐫𝐢, 𝐡𝐞𝐥𝐝 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐩𝐚𝐥𝐚𝐜𝐞 𝐨𝐟 𝐁𝐡𝐮𝐫𝐢𝐬𝐡𝐫𝐞𝐬𝐭𝐡𝐚, 𝟏 𝐒𝐡𝐫𝐚𝐯𝐚𝐧 𝟗𝟗𝟕 𝐁𝐚𝐧𝐠𝐚𝐛𝐝𝐚 (𝟏𝟔 𝐉𝐮𝐥𝐲, 𝟏𝟓𝟗𝟎 𝐀𝐃) ⚜

Raibaghini portrait by Anindya Biswas (Anindya244), Paid work by GaudiyaYuvaShakti

"The foreign intruder who, in his despicable attempt to conquer this sacred land of ours, marched in wanton banditry, has today fled with his little life like a wretched hound. They have paid a great price in this war. By the direct evidence presented by my astute spies and from my own eye-witness on the battlefield as well, I found that the Afghan chief had advanced in this abominable act with his well-chosen warriors. The profane Pathan, who had organized the illicit ways against the rules of war to capture our sacred kingdom of Bhūriśrēṣṭhapurī, when had met with my son-like soldiers, his army became ghosts forever. I doubt whether Osman Khan will get a chance to raise his head against Bhūriśrēṣṭhapurī again after this war. This is the lesson that we have to accept today, that only when the atrocious inhuman violates the limits of this world-rule. Unfailing glory is revealed and obliterates it. Today, by the grace of that universal God Viśvēśvara, we have thwarted the evil hopes of the enemy, and saved the honor of the motherland by this historic victory. Now we are free from danger, but if we are diverted from action and spend time in blissful sleep, God will be incensed. We have to remove the sorrow of life through our own actions, the country has to be uplifted. All of you are of one mind, be of the same mind, unite by adopting the same resolve, the same mantra, let your goals be the same, you will see, all nations and all countries will bow down in honor to the strength, intelligence, work power and glory of the Bengalis. Vandēharavindaśriẏam."

_________________________________________

⚜⚜📜 পুণ্যশ্লোকা রায়বাঘিনী মহারাজ্ঞী ভবশঙ্করী দেবী, বাশুড়ি'র যুদ্ধে বিজয়ী ভূরিশ্রেষ্ঠ রাজ্যের প্রাসাদে অনুষ্ঠিত বিজয়োৎসবে মহারানীর ঐতিহাসিক গণসম্ভাষণ, ১ শ্রাবণ ৯৯৭ বঙ্গাব্দ (১৬ জুলাই, ১৫৯০ খ্রিষ্টাব্দ) । 📜⚜⚜

"আমাদের এই পুণ্যভূমিকে পদানত করিবার নিন্দিত প্রচেষ্টায় যে বিদেশী বিধর্মী শত্রু হীন দস্যুবৃত্তি-অনুসরণে অভিযান করিয়াছিল, সে আজ কশাহত সারমেয়ের ন্যায় ক্ষুদ্র প্রাণটুকু সম্বল করিয়া পলায়ন করিয়াছে। এই যুদ্ধে তাহাকে দারুণ মূল্য দিতে হইয়াছে। আমার সুদক্ষ অনুসন্ধাতা চর-মুখে শুনিয়াছি এবং রণক্ষেত্রেও প্রত্যক্ষ প্রমাণ পাইয়াছি যে, আফগান-সর্দার তাহার সুনির্বাচিত অতিকুশলী যুদ্ধনায়কগণকে সঙ্গে লইয়া এই ঘৃণিত কার্যে অগ্রসর হইয়াছিল। যে ভূরিশ্রেষ্ঠপুরী দখলের উদ্দেশ্যে সেই দুর্দান্ত পাঠান সমর-বিরুদ্ধ অনিয়ম বাছিয়া লইয়াছিল, আমার পুত্রতুল্য সৈন্যদিগের সহিত সম্মুখ-সমরে তাহার বীর্যবহ্নি নির্বাণ-লাভ তো করিলই, উপরন্তু তাহার অধিকাংশ যোদ্ধাই চিরদিনের জন্য ভূতলশায়ী হইল। আমার বিশ্বাস, এই যুদ্ধের পর ভগ্নপ্রায় ওসমানখাঁ পুনরায় ভূরিশ্রেষ্ঠপুরীর বিরুদ্ধে মাথা তুলিবার সুযোগ পাইবে কি-না, সন্দেহ। আজিকে এই শিক্ষাই আমাদের গ্রহণ করিতে হইবে যে, অত্যুগ্র অন্যায়সেবী অমানুষ যখন এই বিশ্ব-নিয়মের সীমা লঙ্ঘন করে-তখনই বিশ্বনিয়ন্তার অব্যর্থ মহিমা প্রকাশিত হইয়া তাহাকে অবলুপ্ত করিয়া দেয়। আজ সেই বিশ্বেশ্বরের কৃপায় আমরা শত্রুর দুষ্ট আশা নিষ্ফল করিয়াছি, জয়-লাভ করিয়া দেশমাতৃকার সম্মান রক্ষা করিয়াছি। আমরা এখন বিপদ-মুক্ত, কিন্তু কর্ম-বিমুখ হইয়া নিশ্চিন্ত মনে সুখনিদ্রায় কালহরণ করিলে ভগবান্ রুষ্ট হইবেন। আপন আপন কর্ম-সাধন দ্বারা প্রাণধারণের গ্লানি দূর করিতে হইবে, দেশকে করিতে হইবে সমুন্নত। সকলে একপ্রাণ, একমন হও, সমান সংকল্প, সমান মন্ত্র গ্রহণ করিয়া সম্মিলিত হও, তোমাদের লক্ষ্য সমান হউক্, দেখিবে, বাঙ্গালীগণের বল-বুদ্ধি, কর্মশক্তি ও গৌরবের নিকট সর্বজাতি সর্বদেশ সসম্ভ্রমে শির অবনত করিবে। বন্দেহরবিন্দশ্রিয়ম্ ।"


Comments

Popular posts from this blog

Gaudeshwar Lakshman Sena - the Hindu King of Bengal who defeated Bakhtiyar Khilji

Swadhin Bangabhumi Andolan - Movement for the Independent Hindu Country for Native Bengali Hindus of Bangladesh

Rayashrestha Maharaja Pratapaditya